স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নিবার্চনকে সামনে রেখে জমে উঠেছে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নিবার্চন। চেয়ারম্যানসহ মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারনা পুরোদমে এগিয়ে চলছে।
জানা যায়, আসন্ন ইউপি নিবার্চনকে ঘিরে প্রার্থী দের পোষ্টারে চেয়ে গেছে অলিগলি। সবর্ত্র স্থানে নিবার্চনী অফিস। স্ব স্ব প্রার্থীদের কর্মী সমর্থকরা
গানে গানে ভোটারদের বার বার জানান দিচ্ছেন তাদের প্রার্থীর কথা। দুপুর পার হতে না হতে মাই কিং প্রচারনায় ভোটারদের মাঝে আশার আলো জাগিয়ে তুলে প্রার্থীরা।
ইউনিয়নের পয়েন্টে পয়েন্টে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর প্রচার প্রচারনা হরদম চলছে। নৌকাকে বিজয়ী করতে মাঠে নেমে দলীয় নেতা কর্মীরা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে নৌকা প্রতীকে নিবার্চন করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান। প্রত্যান্ত গ্রামাঞ্চলে নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করেছেন দলীয় নেতাকর্মীরা। সাথে রয়েছে প্রার্থীর আত্বীয় স্বজন সহ শুভাকাংখীরাও।
৩১ অক্টোবর সকাল ১১টায় ইউনিয়নের রাখাইন পল্লীতে নৌকা মনোনীত প্রার্থী মুজিবুর রহমান গনসংযোগ করতে গেলে ভোটারেরা তাকে বরন করে নেন। এতে উপস্থিত ছিলেন, সদর যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান,ধর্ম বিষ য়ক সম্পাদক কামাল উদ্দিন,ছাত্রলীগের নেতা ইরফানুল করিম, মনজুর আলম,ফয়সাল,খালে কুজ্জামান, জেলা শ্রমিকলীগের নেতা নেজাম উদ্দিন শাওনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
সুশিক্ষিত,অক্লান্ত পারিশ্রমিক ব্যক্তি যদি চৌফল দন্ডীতে নির্বাচিত হয়, তাহলে অদূর ভবিষ্যতেই নির্ভেজাল, সন্ত্রাসমুক্ত চৌফলদণ্ডী উপহার দিতে পারবে মুজিবুর রহমান।