এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওর কালিরছড়া শিয়াপাড়া সড়কটি মরণ দশায় পরিণত হয়ে পড়েছে। দীর্ঘ কাল ধরে দেখার যেন কেউ নেই। বর্তমান সময়ে বিভিন্ন স্থানে উন্নয়নের ছোঁয়া খোজে পেলেও এ সড়কটি পড়ে আছে অনুন্নত অবস্থায়।
জানা যায়,ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়ার একমাত্র যাতায়াত সড়কটি অযন্তে অব হেলায় পড়ে আছে। নেই যানবাহন চলাচলে পরি বেশ। পুরো এলাকায় সড়কের মাঝখানেই খানা খন্দকে ছেয়ে গেছে। এই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ী চলাফেরা তো দূরের কথা, পায়ে হেঁটে চলা ফেরা করাও মুসকিল হয়ে পড়েছে।
উক্ত সড়ক দিয়েই স্থানীয় লোকজন প্রয়োজনীয় নানান কাজেকর্মে আসা যাওয়া করে থাকে। এছাড়াও এই সড়কের একেবারেই শেষ অংশে স্থানীয়দের রয়েছে মাল্টা,কূলসহ হরেক রকমের বাগান। এ লঙ্কর ঝঙ্কর মার্কা সড়ক পেরিয়ে চলা চল করে থাকে স্থানীয়রা। এমনকি রাত্রীকালীন সময়ে কোন ব্যাক্তি অসুস্থ হলেই তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতও নেই সু-ব্যবস্থা।
গত কয়দিন পূর্বেই এই প্রতিবেদক পরিদর্শনে গেলে সড়কের এমনি দুর্দশার চিত্র চোখে পড়ে। স্থানীয় কজন পথচারীর সাথে কথা হলে তারা জানান,দীর্ঘসময় ধরে পাহাড়ী এলাকা শিয়া পাড়া সড়কটির বেহাল দশা। সংস্কার করা নিয়ে নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ। এ নিয়ে স্থানীয় দের মাঝে হতাশা বিরাজ করছে।
স্থানীয় মেম্বার মাহমুদুল হাসান মিনারের সাথে কথা হলে তিনি জানান, এ সড়ক দিয়ে ডাম্পার চলাচলের কারনে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। সংস্কার করার ব্যাপারে প্রস্তুতি চলছে।