স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ ৪জন গুরুত্বর আহত হয়েছে।
১৮ই ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ইসলামাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড় ইউছুপেরখীলের পশ্চিম পাড়া এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষ গংয়ের হামলায় আহত হন মোহাম্মদ আলম, তার স্ত্রী মরিয়ম বেগম, কন্যা আসমাউল হুসনা ও জমিলা।
মরিয়মের মাথায়,জমিলার পায়ে ও মো: আলম এর শরীরে আঘাত প্রাপ্ত হয়। আহতদের তাৎক্ষ নিক উদ্বার করে ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়।
গুরুত্বর আহত মরিয়ম বেগমের সাথে কথা হলে তিনি জানান, জায়গা বিরোধে প্রতিপক্ষ আমার পরিবারের উপর হামলা চালায়। এই ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
স্থানীয় মেম্বার দিদারুল ইসলাম সীমানা বিরোধে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।