Friday, September 24, 2021
Homeবৃহত্তর চট্টগ্রামকক্সবাজারঈদগাঁও বিএনপির সাধারন সম্পাদক এহছান সড়ক দূূঘর্টনায় গুরুত্বর আহত

ঈদগাঁও বিএনপির সাধারন সম্পাদক এহছান সড়ক দূূঘর্টনায় গুরুত্বর আহত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধা রন সম্পাদক,ভিলেজ ডক্টর ফোরামের সভাপতি

এহেছানুল হক সড়ক দূঘর্টনায় গুরুত্বর আহত হয়েছে। 

১১ই সেপ্টম্বর বিকেল চারটায় ইসলামাবাদ ইউ নিয়নের চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ওয়া হেদের পাড়া নামক এলাকায় মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময় চট্রগ্রামমুখী মোটর সাইকেল ট্যুর গ্রুপের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়। 

তৎমধ্যে স্থানীয়রা তাকেই উদ্বার করে ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারেই নিয়ে আসে।

দূর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে আসেন ইস লামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক, উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular