এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সৈকতে পর্যটকদের ভীড়। বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছে নরনারী পর্যটকরা।
করোনার দীর্ঘ লকডাউন শেষে বিনোদন কেন্দ্র গুলো খুলে দেয়ায় এখন দেশের বিভিন্ন স্থানের নর-নারীরা ছুটছে বিনোদন স্পর্টগুলোতে। তারই
আলোকে সমুদ্রনগরী কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের।
৮ই সেপ্টম্বর বিকেলে দেখা যায় কক্সবাজার সৈকতে বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা। দেশের নানা স্থান থেকে আসা ভ্রমনপিপাসুদের উচ্ছাস যেন চোখে পড়ার মত। অনেক পর্যটকরা সাগরের নোনা পানিতে গোসল করে আনন্দ ও তৃপ্তি মেটাচ্ছেন। উৎসুক মানুষ নেমে পড়ে সাগর তীরে। দর্শনার্থীরা বালিয়াড়িতে হাটছে। তবে বহু পর্যটকদের মুখে মাস্কের দেখা মিললেও অনেক এর মুখে দেখা যায়নি।
সমুদ্র সৈকতে কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে বেড়াতে,কেউবা ছেলেমেয়ের আবদার রক্ষা করতে, আবার কেউ কেউ বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় ব্যস্তসময় পার করতে দেখা যায়।
সৈকতে বেড়াতে আসা রানা জানান, দীর্ঘকাল ধরে করোনাকালীন সময়ে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিলেন। পর্যটন স্পর্টগুলো খোলার পর থেকে ভাল লাগার জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভরপুর হয়ে উঠেছে।
আরেক পর্যটক জানান, দীর্ঘদিন পর ছেলের আবদার রক্ষার্থে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পরিবার নিয়ে। খুবই ভাল লেগেছে।