এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরে চৌফলদন্ডী থেকে মেছোবাঘ উদ্বার করলেন উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জার।
৯ই ডিসেম্বর সকাল ১১টায় চৌফলদন্ডী বাজার পাড়া এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা রিয়াজ রহমান।
উদ্বার পরবর্তী রেঞ্জের আওতাধীন মাছুয়াখালী বিটের ভাটিরছড়া এলাকার সংরক্ষিত বনভূমি তে স্থানীয় জনপ্রতিনিধি, বিট অফিসার,স্টাফ ও ভিলেজারদের উপস্থিতিতে বাঘটি অবমুক্ত করা হয়।