এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে ব্লাড ক্যান্সার আক্রান্ত ছাত্রনেতা আব দুল আজিজের পাশে জাগ্রত জালালাবাদ নামে একটি সংগঠন।
বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের ফরাজী পাড়ার মৃত আবু শামার পূত্র ও টগবগে তরুন আব্দুল আজিজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তিনি সেখানে মানবেতর দিন পার করছে। অসুস্থ আজিজের পাশে সহায়তার হাত বাড়াতে মানবিকতার তরে এবার মাঠে নেমে জাগ্রত জালালাবাদ নামের সামাজিক সংগঠন।
১০ সেপ্টেম্বর ইউনিয়নের নানা মসজিদে জুমার নামাজের পর বক্স হাতে নিয়ে টাকা উত্তোলন করে যাচ্ছে। এমন মানবিক কাজে দেখে মুসল্লী সাধারনের মাঝে আশার আলো জেগেছে।
জাগ্রত জালালাবাদের এ আলোকিত কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান সংগঠন সভাপতি মোবারক সাঈদ। তিনি একজন যুবককে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।