এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওতেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১’ পালিত হয়েছে।
এদিন সকাল ৯টায় ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের আয়োজনে ঈদগাঁও নিউ মার্কেট থেকে সচেতনতা র্যালী বের হয়ে বাজার ও স্টেশন পদক্ষিন করে। ফারিয়া, সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ র্যালীটি অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তীতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলীর সভাপতিত্বে হাসপাতাল প্রাঙ্গনে আবু বক্করের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন- ডাক্তার রাজু আহমেদ, মোজায়েন হোসেন, ম্যানেজার আবু বক্কর ফরাজী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, বিএমএসএফ ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।
উক্ত র্যালীতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।