স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ টগবগে তরুন আবদুল আজিজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারই চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান করে জাগ্রত জালালাবাদ নামে একটি সংগঠন।
১২ই সেপ্টম্বর বিকেলে সংগঠনের নিজস্ব কার্যা লয়ে আজিজের চিকিৎসার্থে সামাজিক সংগঠন জাগ্রত জালালাবাদের তুলা নগদ ২৩ হাজার টাকা অক্সিজেন ব্যাংক প্রধান সম্বনয়ক শিক্ষক সাহাব উদ্দিনের হাতে হস্তান্তর করলেন জাগ্রত জালালাবাদের দায়িত্বশীলরা।
এতে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, জাগ্রত জালালাবাদ
প্রধান উপদেষ্টা,কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, সংগঠনের সভাপতি মোবারক সাঈদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, আলাদীনের চেরাগের স্বত্বাধিকারী ফরিদুল আলম, সংগঠনের পক্ষে মো: আইয়ুব নওশাদ উদ্দিন রিজবী,আবরার মাহমুদ অপিসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ছাত্রনেতা আজিজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্রগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।