মরিচের গুঁড়া নিক্ষেপ আফগানিস্তানে নারী বিক্ষোভকারীদের ওপর
নারী অধিকার ও শিক্ষার জন্য আফগানিস্তানে বিক্ষোভে নেমেছে একদল নারী বিক্ষোভকারী। তবে ওই বিক্ষোভকারীদের ওপর তালেবান বাহিনী মরিচের গুঁড়া নিক্ষেপ করেছে। ওই বিক্ষোভে থাকা তিনজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে।
রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীরা বিক্ষোভ করে।
এএফপির একজন সংবাদদাতা প্রতিবেদনে বলেন, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়। তারা ‘সমতা’ এবং ‘ন্যায় বিচার’ বলে স্লোগান দেন। তাদের ব্যানারে লেখা ছিলো, নারী অধিকার, মানবাধিকার।
তবে ওই বিক্ষোভ বেশীক্ষণ টিকতে পারেনি। তালেবান বাহিনী তাদের তাড়িয়ে দেয় বলে তিন বিক্ষোভকারী এএফপিকে বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমরা যখন কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ছিলাম তখন তিনটি তালেবানের গাড়ি আসে। এরমধ্যে একটি গাড়ি থেকে তালেবান যোদ্ধারা মরিচের গুঁড়া নিক্ষেপ করে।
আরও দুই বিক্ষোভকারী বলেন, একজনের নারীর চোখে মরিচের গুঁড়া লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির একজন সংবাদদাতা দেখেন, ওই প্রতিবাদের বিক্ষোভ এক ব্যক্তি ভিডিও করলে তার মোবাইল কেড়ে নেওয়া হয়।