এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ও সূর্বণ জয়ন্তী উপলক্ষে ঈদগাঁওতে নানান অনুষ্ঠানমালা হতে যাচ্ছে কাল।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঈদগাঁও শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পন, সকাল ৮টায় ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনু ষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ সালাম গ্রহন ও ডিসপ্লে,সকাল সাড়ে ১০টা স্টেডিয়ামে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১১টায় শিক্ষার্থীদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠান, দুপুর ১২টায় শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করবেন।
মহান বিজয় দিবস ২০২১ বঙ্গবন্ধু শতবার্ষিকী ও সূর্বণ জয়ন্তী উপলক্ষে জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিনটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পরিষদ কক্সবাজার নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছেন,জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস।