এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন গ্রামগঞ্জে সাধারন মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির লক্ষ্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করলো ঐক্য পরিবার।
জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী হিসেবে সপ্তাহব্যাপী মাস্ক বিতরন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
১৮ আগস্ট সকাল থেকে দিনব্যাপী ঈদগাঁও ইউ নিয়নের উত্তর মাইজ পাড়া, দক্ষিন মাইজ পাড়া, ভোমরিয়াঘোনা, কালিরছড়া, ভূতিয়ার পাড়া, মাছুয়াখালী এলাকায় সাধারন লোকজনসহ পথ চারীদের মাঝে মাস্ক বিতরন করেন ঐক্য পরিবার টিম। এই সময় মাস্ক পেয়ে অনেকে খুশি হন।
সবাই মিলে মাস্ক পরি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় মাস্ক বিতরন কালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইম রান তাওহীন রানার নেতৃত্বে টিমে অংশ নেন- জাওয়ান উদ্দিন,মুবিনুর রহমান,নুরুল আবছার, শিক্ষক জসিম উদ্দিন, রিদোয়ানুল হক রিপন, ইফতেখার উদ্দিন সোনা মিয়া এবং মুহিবুল্লাহ।
উল্লেখ্য, মাস্ক বিতরন কার্যক্রম ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন,ঈদগাঁও বাজারসহ স্টেশনের বিভিন্ন পয়েন্টে অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এরই পূর্বে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে চাল ও ডাল বিতরন করে চমক সৃষ্টি করেছিল ঐক্য পরিবার।