ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নে’শা’র টাকার জন্য শতবর্ষী মা সোলেমান নেছার পা ভা’ঙা’র অভিযোগ ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ছেলে মোতালেব হোসেন পাঙ্কুকে (৫০) খোঁজছে পুলিশ। সোমবার (২০ জুন)
রাত ১০ টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দুলমা সাপমারা গ্রামে এই ঘটনা ঘটে। আ’হ’ত সোলেমান নেছা ওই এলাকার মৃ’ত হাসমত আলীর স্ত্রী। মঙ্গলবার (২১ জুন) বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মিয়া
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোতালেব হোসেন পাঙ্কু চায়ের দোকানে কাজ করতেন। এক সময় সে ম’দ ও ই’য়া’বা আ’স’ক্ত হয়ে বে’পরো’য়া হয়ে যায়। নে’শা’র টাকা না পেয়ে নে’শা’গ্রস্থ পাঙ্কু
তার মা’কে মাঝে মধ্যেই মা’রধ’র করতেন। ঘটনার দিন নে’শা করে ম’দ্য’প অবস্থায় নে’শা’র টাকা না দেওয়ায় ঘরের দরজা ভেঙ্গে পি’টি’য়ে বৃদ্ধা মায়ের বাম পা ভে’ঙ্গে দেয়। এ সময় মোতালেব তার প্রতিবন্ধী বোন জামেলা খাতুনকেও মা’রধ’র করে।
পরে তার তাদের ডা’ক-চি’ৎকা’রে বাড়ির অন্যরা এসে উদ্ধার করে। এই ঘটনার পরদিন মঙ্গলবার (২১ জুন) সকালে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক এসআই
মো. হানিফ গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, ছেলে মোতালেবকে পাওয়া যায়নি। তাকে গ্রে’প্তা’রে চেষ্টা চলছে। আ’হ’ত সোলেমান নেছার পরিবারকে থানায় অভিযোগ করার জন্যও বলা হয়েছে।