চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে আছড়ে পরলো অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কয়েকটি বিদেশী গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এটা পড়েছে বলে মালদ্বীপের নিকটবর্তী ভারত মহাসাগরের কোন এক জায়গায়।
22-টন রকেটটি বেশ কয়েকদিন ধরে নিম্ন কক্ষপথে নিয়ন্ত্রিত হয়ে ওমানের উপর আলোকস্রোত জ্বালিয়ে দিচ্ছিল এমনটি সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা গেছে। এর কারণ হলো এর বেশিরভাগ উপাদান বায়ুমণ্ডলে পুড়ে গেছে। কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি ধ্বংসাবশেষ থেকে ক্ষয়ক্ষতির।
মাইক হাওয়ার্ড মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে বলেছিলেন,কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি ৮ মে নাগাদ। বিষয়টি নজরদারি করেছ মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড। তবে ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে রকেটটির ধ্বংসাবশেষ এমন খবর ছড়িয়ে পড়েছিল শনিবার।
লং মার্চ ৫বি রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয় চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য। তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে রকেটটিকে সফলভাবে স্থাপন করা গেলেও নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন সেটির ওপর থেকে।