এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত সভাপতিত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধি জীবিদের স্বরনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন,সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম,কবির আহমদ, আবদুল মজিদ খাঁন, পূর্নাম পাল, এসএম তারেকুল হাসান তারেক, শিক্ষক আবদুস সালাম, মোজাম্মেল হক, আবদুল খালেক মিশুক, মোহাম্মদ আলম,অফিস সহকারী শামসুল আলমসহ অন্যন্যা শিক্ষকরা।
আলোচনা সভার পরে শেখ রাশেল নামক দেয়ালিকার মোড়ক উম্মোচন করা হয়। পরে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।