এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওর গ্রামাঞ্চলে মিষ্টিপানের চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন কজন চাষী।
জানা যায়,ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া শিয়া পাড়া নামক এলাকায় চাষী নুরুল আলম দীর্ঘ ১ বছর যাবত ধরে ২০কড়া জমিতে পান চাষ করে যাচ্ছেন। এতে তিনি সফলতার ছোঁয়াও পাচ্ছেন।
তিনি জানান,প্রতি ২/৩ মাস পর পর পানের চারা বিক্রি করে থাকে। একহাজার পানের চারার দাম বিশ হাজার টাকা বলেও জানালেন।
অনেক কষ্টের বিনিময়ে গ্রামাঞ্চলে পানচাষ করে যাচ্ছেন নুরুল আলম। কত যত্বের বিনিময়ে এই পানের বরনকে রক্ষা করতে হচ্ছে।
তার মত আরো কজন রয়েছেন পান চাষাবাদে। তারা অক্লান্ত পরিশ্রম করে পানের চাষ সফল করতে এগুচ্ছেন। পাশ্বর্বতী আরেক জন তার পিতার পেশাকে আটকে ধরে এই পান চাষাবাদে তিনি দীর্ঘবছর জড়িত। গতকাল পানের বরন পরিদর্শন কালে এমনি দৃশ্য চোখে পড়ে।
স্থানীয়রা জানান,এক সময় মহেশখালীর মিষ্টি পান এলাকার জন্য বিখ্যাত ছিল। কিন্তু বর্তমানে ঈদগাঁওর গ্রামীন জনপদে সেই পান চাষাবাদের হওয়ায় আমরা এলাকাবাসী উৎফুল্ল। তাদেরকে যদি সংশ্লিষ্ট কৃষি বিভাগ সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে আরো ব্যাপক পরিসরেই চাষাবাদ করতে পারতো চাষীরা।
পান চাষী নুরুল আলমের সাথে কথা হলে তিনি জানান, গ্রামগঞ্জে পান চাষাবাদে আগ্রহ প্রকাশ করছি নিজ থেকে। সেই সুবাদে নিজে অল্প জমি তে পানের বরন দিয়ে চাষাবাদে শুরু করলাম।