স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
নবগঠিত ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলনে সাধারন সম্পাদক পদেই মাঠে অবস্থান করেন কৃষি অফিসার জিকো দাশ সুব্রতসহ আরো দুয়েকজন।
প্রাপ্ত তথ্য মতে, নতুন ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন ১৭ সেপ্টম্বর ব্রাক্ষ মন্দিরে হতে যাচ্ছে। সম্মেলনে কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সাধারন সম্পাদক পদের প্রার্থীরা। যে যার যার অবস্থানে ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন।
জানা যায়, ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দিরের নিবার্হী সদস্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ঈদগাঁও শাখার অর্থ সম্পাদক ও মুক্তিযোদ্বার সন্তান জিকো দাশ সুব্রত সুপরিচিত একটি নাম।
এবারের সম্মেলনে সাধারন সম্পাদক হিসেবে সৎ,যোগ্য ও টগবগে তরুন জিকো দাশ সুব্রতকে পেয়ে ভোটারেরা উৎফুল্ল। তবে তিনি মাঠে বেশ ভাল অবস্থানে রয়েছেন।
জিকু জানান, সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার লক্ষে সাধারন সম্পাদক প্রার্থী হয়েছি।