স্টাফ রিপোটার,ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওতে পানি ভর্তি বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
১ নভেম্বর সকাল দশটায় ঈদগাঁও ইউনিয়নে মধ্যম মাইজ পাড়ার এরশাদুল হকের শিশু পূত্র আরমান (১৮ মাস) অসাবধান অবস্থায় বাড়ীর গোসল খানায় পানি ভর্তি বালতিতে পড়ে যায়।
বাড়ীর লোকজন গোসল খানায় গেলে বালতির ভেতর পূত্রকে দেখতে পায়,তাৎক্ষনিক উদ্বার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র নিয়ে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শিশুর মৃত্যুতে পরিবার পরিজনও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
একই দিন বাদে জুহুর মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনেই শিশু আরমানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার চাচা মাওলানা সোহেল।
শিশু আরমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ২নং ওয়ার্ড় আ,লীগ সভা পতি মেম্বার বজলুর রশিদ,