মোহাম্মদ কেফায়েত উল্লাহ খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ফোরাম’ নতুন কমিটি গঠিত হয়েছে। সােমবার (২২নভেম্বর) সকাল ১১ টায় শহরের আরামবাগস্থ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ ভােটে মাে. ইব্রাহিম শেখ (দৈনিক ইনকিলাব) – সভাপতি
ও আব্দুল্লাহ আল মামুন (দৈনিক খবরপত্র) – সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতিঃ মোহাম্মদ কেফায়েত উল্লাহ (ভোরের দর্পণ), সাংঠনিক সম্পাদকঃ মাে. মাইন উদ্দিন (ঢাকা টাইমস), অর্থ সম্পাদকঃ আনোয়ার হোসেন (দৈনিক সরেজমিন বার্তা), প্রচার সম্পাদকঃ হ্লাপ্রুসাই মারমা (দৈনিক অরণ্য বার্তা), তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃখােকন বিকাশ ত্রিপুরা জ্যাক (দৈনিক আজকাল) ও সাইফুর রহমান সজীব(বিজয় টিভি)- সদস্য,লিটন সরকার (বাংলাদেশের আলাে)- সদস্য, মাসুম উদ্দিন (দৈনিক দেশ জগত)- সদস্য ও মাে.আবু বক্কর (নবচেতনা)- সদস্য।