Friday, September 24, 2021
Homeশিক্ষাঘোষনার পরপরেই ঈদগাঁওতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাক প্রস্তুতি

ঘোষনার পরপরেই ঈদগাঁওতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাক প্রস্তুতি

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধি

করোনাকালীন সময়েই দীর্ঘকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ১২ই সেপ্টম্বর শিক্ষাঙ্গন খুলে দেয়ার এমন ঘোষনার খবরেই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নানান শিক্ষাঙ্গনগুলোর শ্রেনীকক্ষ, আশপাশে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। 

দীর্ঘ দেড় বছর পর তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ফিরতে যাচ্ছে। খোলা হচ্ছেই স্কুল- কলেজ ও মাদ্রাসা। শিক্ষার্থীদের আগমন সুন্দর হউক,স্বাস্থ্যসম্মত হউক।সেসাথে প্রানবন্ত হউক। ছাত্রছাত্রীসহ তাদের অভিভাবক মহলের অপেক্ষার পালা শেষ হতে চলছে কটা দিন পর। 

করোনার কারনে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছিল সরকার গত বছরের ১৭ মার্চ।

সে থেকে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা আসেনি। দীর্ঘকাল পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। জমে উঠবেই শিক্ষাঙ্গনের প্রিয় ক্যাম্পাসটি। 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেবিনেট সভা পতি মুবিন জানান, স্কুল খুললেই খুশি। যদি এস এসসি পরীক্ষাটি ভালভাবে নিয়ে ফেলা হত। 

কলেজ শিক্ষার্থী ছৈয়দ ইসলাম সাকিব জানান, শিক্ষা প্রতিষ্ঠান খুললে ভাল হয়। শিক্ষাঙ্গনের প্রবেশ পথে হাত ধৌত করার ব্যবস্থা, মুখে মাস্ক পরিধান,বেঞ্চে জীবানুনাশক ছিটানোসহ ক্লাসে সামাজিক দুরত্ব বজায় রেখে শিক্ষার্থীদেরকেই বসানো হলে ভাল হবে বলে মত প্রকাশ করেন

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম জানান, ক্লাস রুম,আশপাশ,টয়লেটসহ বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। পূর্বে ন্যায় বিদ্যালয়ে ছাত্রছাত্রীমুখী করে তুলতে প্রয়ো জনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম জানান, প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত জানান, সামাজিক দুরত্ব বজায় সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বিদ্যালয়ে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular